Hello Friends, কেমন আছেন আপনারা ? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। অনেক দিন পর লিখতে বসলাম,শত ব্যাস্ততার মাঝে ও আপনাদেরকে সাহায্য করার জন্য ছুটে আসি। আজকে আপনাদেরকে দেখাব কিভাবে এক ক্লিকে ফেসবুকের সকল বন্ধুকে এড করা যায়। কীভাবে এক ক্লিকে সকল ফ্রেন্ড রিকুয়েস্ট Accept ও Cancel করা যায়। কীভাবে সবাইকে এক ক্লিকে গ্রুপে জয়েন করানো যায়। কীভাবে পেজের জন্য সবাইকে এক ক্লিকে Invite করা যায়। যাই হোক আমার কথা শুনতে শুনতে মনে হয় bored হয়ে গেলেন।
প্রথমে আপনাকে দুইটা গুগল ক্রোমের Extension এড করতে হবে। একটি হলো ‘Toolkit for facebook’ অন্যটি হলো ‘ Invite all friends on Facebook’
Extension কীভাবে এড করতে হয় আপনি যদি জেনে থাকেন ভালো কথা
আর না জেনে থাকলে ফলো করেন।
১। প্রথমে মেনুতে
ক্লিক করে সেটিং এ যান।
২। Extension এ ক্লিক করুন।
৩। get more Extension এ ক্লিক করুন
২। Extension এ ক্লিক করুন।
৩। get more Extension এ ক্লিক করুন
৪। সার্চ বক্সে
আপনার এক্সটেনশান্টি সার্চ করুন
৫। তারপর আপনি Extension দুটি ক্রোমে এড করে নিন।
Invite all friends on facebook
Invite all friends on facebook
এই Extension টি দিয়ে আপনি আপনার সকল ফ্রেন্ডকে আপনার
পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে পারেন।
পদ্ধতিঃ
ফেসবুকে আপনার কাঙ্ক্ষিত পেজে যান (যে পেজে লাইক দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করবেন)। তারপরে ডান থেকে invite friends to like This এ ক্লিক করুন নিছের ছবির মত একটা পপ আপ বক্স আসবে।
ফেসবুকে আপনার কাঙ্ক্ষিত পেজে যান (যে পেজে লাইক দেওয়ার জন্য সবাইকে ইনভাইট করবেন)। তারপরে ডান থেকে invite friends to like This এ ক্লিক করুন নিছের ছবির মত একটা পপ আপ বক্স আসবে।
তারপরে স্ক্রল করে একদম শেষ পর্যন্ত চলে যান।
তারপরে কর্নার থেকে invite all এর যে আইকন সেটাতে ক্লিক করুন। কিছু সময় নিবে ব্যাস কাজ শেষ।
Toolkit for facebook
আপনি যেসব বোটন অটো চাপাতে চান সেসব বোটনে
জান। যেমনঃ Add friend
Button, Confirm Button, like Button, join button ইত্যাদি। তারপরে আপনার যতটুকু প্রয়োজন স্ক্রল করে সেখানে জান। তারপরে
কর্নার থেকে Toolkit এর আইকনে ক্লিক করুন। তারপরে আপনি যে বোটন অটো চাপাতে চাচ্ছেন সে বোটন
সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ। আপনাকে পায়কে।
আজ এই পর্যন্তই
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য
শুভ কামনা রইলো। আমাদের টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন
না। কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান।আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।
0 comments:
Post a Comment