(মোবাইলের জনক – মার্টিন কুপার)
জন্মঃ ২৬ ডিসেম্বর ১৯২৮ খ্রিস্টাব্দ, শিকাগো, মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতীয়তাঃ আমেরিকান।
পরিচিতিঃ মোবাইল ফোনের কথা উঠলেই যার নাম প্রথমে চলে আসেন তিনি হলেন মার্টিন কুপার। হ্যা, তিনিই বর্তমান সেল ফোনের জনক হিসেবে সুপরিচিত।তিনি একাধারে একজন আবিষ্কারক, উদ্যোক্তা এবং নির্বাহী পরিচালক। ১৯৫০ সালে ইলিনয়িস ইন্সটিটিউট অব টেকনোলজি (আই আই টি) থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। ১৯৫৭ সালে এখান থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৪ সালে এখান থেকেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।
১৯৭০ সালের দিকে তিনি মটোরোলাতে কর্মরত অবস্থায় মোবাইল ফোন আবিষ্কার করেন এবং এর পর থেকে এর উন্নয়নে কাজ করে যান। পরবর্তিতে তিনি মোবাইলকে বাজারজাতকরনে নিয়ে আসেন এবং মোবাইলের জনক হিসেবে মর্যাদা লাভ করেন। বর্তমানে তিনি ডায়না এলএলসি কোম্পানীর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, ফেডারেল কমিউনিকেশন্স কমিশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত রয়েছেন কুপার।
[ছবি এবং তথ্য সংগৃহীত]
0 comments:
Post a Comment