পূর্ণ নামঃ অগাস্টা অ্যাডা বায়রন।
জন্মঃ ১০ ডিসেম্বর ১৮১৫ খ্রিষ্টাব্দ, লন্ডন
জাতীয়তাঃ ইংরেজ।
পরিচিতিঃ অ্যাডা অগাস্টা কম্পিউটারের প্রথম প্রোগ্রামার হিসেবে স্বীকৃত। চার্লস ব্যাবেজ এর ডিফারেন্স মেশিন আবিস্কারের সময় তিনি তাঁর গাণিতিক দক্ষতার দ্বারা কম্পিউটার এর বিভিন্ন কার্যক্রম কেমন হতে পারে তা অনুধাবন করেন এবং স্যার ব্যাবেজ কে এ কাজে পূর্নাংগ সহযোগিতা করেন। কম্পিউটার পরিচালনার জন্য সর্বপ্রথম প্রোগ্রামও তিনি প্রস্তুত করেন। স্যার ব্যাবেজ অ্যাডা সম্পর্কে নিজের লেখা বইয়ে অ্যাডাকে The Enchantress of Numbers নামে আখ্যায়িত করেন। অনেক ইতিহাসবিদের ধারণা স্যার ব্যাবেজ এর কম্পিউটার উদ্ভাবনের পেছনে তাঁর যথেষ্ট ভূমিকা রয়েছে।
কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ বিশেষ অবদানের কারণে ২৪ মার্চকে Ada Lovelace Day হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করা হয়ে থাকে। অগাস্টা অ্যাডা বায়রন তাঁর জীবনের বেশীরভাগ সময়েই অসুস্থতায় ভুগেছিলেন। অবশেষে ১৮৫২ সালের ২৭ নভেম্বর মাত্র ৩৬ বছর বয়সে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এই গুনী মানুষটি পরলোক গমন করেন।
[ছবি এবং তথ্য উইকিকিপিডিয়া থেকে সংগৃহীত]
0 comments:
Post a Comment