স্যার টিম বার্নার্স-লি

Tim_Berners-Lee_2012-tech-genious
টিম বার্নার্স লি – ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক

পূর্ণ নামঃ  টিমোথি জন বার্নার্স-লি।
জন্মঃ  ৮ জুন ১৯৫৫ খ্রিষ্টাব্দ, লন্ডন।
জাতীয়তাঃ  ব্রিটিশ।

পরিচিতিঃ  টিম বার্নার্স-লি এর অপর নাম স্যার টিমোথি জন “টিম” জন বার্নার্স-লি (Tim Berners-Lee) এবং TimBL নামেও তিনি পরিচিত, তিনি একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT (Massachusetts Institute of Technology) এর একজন অধ্যাপক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। সেইসাথে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর শিক্ষাজীবন বেশ সফলতার সাথে শেষ করার পর  সার্ন (European Organization for Nuclear Research ) এ তাঁর কর্মজীবন শুরু করেন এবং এখানেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবন করেন। স্যার টিম বার্নার্স লি তাঁর সমগ্র কর্মজীবনে বেশ কয়েকটি সন্মাননায় ভূষিত হন। এর মাঝে ২০০৮ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এবং ২০১১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অব সায়েন্স এ ভুষিত হন। এছাড়াও তিনি নিন্মোক্ত সন্মাননায় ভূষিত হনঃ

» অর্ডার অব মেরিট
» নাইট কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
» ফেলো অব দ্য রয়েল সোসাইটি
» ফেলো অব দ্য রয়েল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং
» ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব আর্টস।

[ছবি এবং তথ্য উইকিকিপিডিয়া থেকে সংগৃহীত]

0 comments:

Post a Comment

টিপস

কপিরাইট-২০১৭ © মুহাম্মদ আলম
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
মোবাইল নং:- ০১৮১৩-......