বিল গেটস
জন্মঃ ২৮ অক্টোবর ১৯৫৫ খ্রিষ্টাব্দ, ওয়াশিংটন।
জাতীয়তাঃ আমেরিকান।
পরিচিতিঃ বিশ্বের কয়েকজন ধনাঢ্য ব্যক্তিদের নাম জিজ্ঞেস করলে আপনার প্রথমেই যার নামটি মনে আসবে তাঁর নাম বিল গেটস।
শুরু থেকেই মাইক্রোসফট নামের সাথে যে নামটি জড়িয়ে আছে তিনি হলেন বিল গেটস। তিনি একাধারে মাইক্রোসফট এর চেয়ারম্যান, প্রযুক্তি উপদেষ্টা, কোরবিসের চেয়ারম্যান, বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন এর কো-চেয়ারম্যান এর আসনে অধিষ্ঠিত। তিনি একাধারে ১৩ বছর যাবত বিশ্বের সর্বোচ্চ ধনী ছিলেন। তাঁর ছেলেবেলা কেটেছে বাবার কর্মস্থল ওয়াশিংটন এর সিয়াটলে এবং পড়াশোনা করেছেন লেকসাইড স্কুলে। এরপর হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ড্রপড আউট হন যদিও পরবর্তিতে তাঁর কৃতিত্বস্বরূপ তিনি সেখান থেকেই ডক্টরেট ডিগ্রীসহ অন্যান্য সম্মানসূচক ডিগ্রী অর্জন করেন। ১৯৮৫ সালের ২০ নভেম্বর তিনি মাইক্রোসফট এর উইন্ডোজ ১.০ সংস্করণ উন্মুক্ত করেন। বর্তমানে উইন্ডোজ ১০ সংস্করণ নির্মানাধীন। বর্তমান বিশ্বে সবচেয়ে বহুল ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ বেশ পরিচিত।
তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ কে বিয়ে করেন এবং পরবর্তিতে দুজনে মিলে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন গঠন করেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান – ইউএস $৮১.৩ বিলিয়ন।
এক নজরে বিল গেটসের সম্মানসূচক ডিগ্রীসমূহঃ
» নায়েনরোড বিজনেস ইউনিভার্সিটিট, ব্রিউকেলেন, নেদারল্যান্ড
» রয়েল ইন্সটিটিউট অব টেকনোলজি, স্টকহোম, সুইডেন
» ওয়াসেদা ইউনিভার্সিটি, টোকিও, জাপান
» সিংহুয়া ইউনিভার্সিটি, বেইজিং, চীন
» হার্ভাড বিশ্ববিদ্যালয়
» ক্যারোলিন্সকা ইন্সটিটিউটেট, স্টকহোম
» কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
নোটঃ তিনি ১৯৯২ সালে ন্যাশনাল মেডেল অব টেকনোলোজি এন্ড ইনোভেশন পুরষ্কারে ভূষিত হন।
0 comments:
Post a Comment